ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

গ্লোবাল ইসলামী ব্যাংকের ২২ তম ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রবেশনারী অফিসারদের নিয়ে “২২ তম ফাউন্ডেশন ট্রেইনিং” ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ভার্চুয়ালি এই কোর্সের উদ্বোধন করেন।  

উদ্বোধনী বক্তৃতায় তিনি আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা ৪র্থ প্রজম্মের এ ব্যাংকটিকে উদার ও আধুনিক ব্যাংক হিসেবে গড়ে তুলতে সকলকে সচেষ্ট ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেন। 

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবীর এবং ফ্যাকাল্টি মেম্বার অখিল চন্দ্র সরকার ও মোঃ আবদুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৪০ জন প্রবেশনারী অফিসার অংশগ্রহণ করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি